Star Jalsha Mahalaya 2025: আর মাত্র কয়েকদিনের অপেক্ষা। শুরু হবে দেবীপক্ষ আর দেবীপক্ষের শুরুতেই বাংলা টেলিভিশন চ্যানেলের অন্যতম আকর্ষণ দেবীপক্ষে ‘মহিষাসুরমর্দিনী’। প্রতি বছরই এই দিনে এই অনুষ্ঠান সম্প্রচারিত হয় স্টার জলসায়, জি বাংলাতেও একইভাবে সম্প্রচার ঘটে। আর প্রতি বছরই নতুন নতুন অভিনেত্রীকে দেবী দুর্গার বেশে দেখা যায়। দেবী দুর্গা কে হবেন, তা নিয়ে অনুরাগী দর্শকদের মনে কৌতুহলও থাকে। এই বছর দিন কয়েক আগেই স্টার জলসার পক্ষ থেকে প্রোমো শেয়ার করা হয়েছে যেখানে দেখা যাচ্ছে মহিষাসুরমর্দিনীর রূপে কোয়েল মল্লিকের পাশাপাশি কৌশানি মুখোপাধ্যায়কেও (Koushani Mukhopadhyay)। টলিসুন্দরীকে এবার দেখা যাবে অন্য রূপে।
Star Jalsha Mahalaya 2025: দেবী রূপে কৌশানি
পুজোর মাস পড়তেই মহিষাসুরমর্দিনীর প্রোমো সামনে এল আর সেখানেই দেবীরূপে দেখা গেল কৌশানি মুখোপাধ্যায়কে। গলায় জবার মালা, পরনে নীল বস্ত্র, এলো চুল, কপালে উজ্জ্বল তৃতীয় নয়ন, মাথায় গগনচুম্বী মুকুট, ভারী গয়নায়, দেবীর বেশে অসুর নিধন করতে দেখা গিয়েছে তাঁকে। দেবীর উন্মত্ত কটাক্ষ ভয়াল রূপ তুলে ধরে। এই বেশেই রক্তবীজের মস্তক ছিন্ন করতে দেখা যায় তাঁকে। দশ হাতে দশভূজার বেশেও দেখা গিয়েছে কৌশানিকে। অসুর নিধন যজ্ঞে তিনিই যেন রুদ্রচণ্ডী মাতঙ্গী !
স্টার জলসায় বিগত কয়েক বছর ধরেই দেবী দুর্গার রূপে কোয়েল মল্লিককে দেখা যাচ্ছে। অন্যদিকে এই বছর জি বাংলার মহিষাসুরমর্দিনীতে দুর্গার বেশে অভিনয় করতে দেখা যাবে ইধিকা পালকে। ফলে দর্শকের আকর্ষণ টানার দৌড়ে এগিয়ে থাকতে তুরুপের তাসের মত কোয়েলের পাশাপাশি অন্য রূপে কৌশানির আগমন। শুধু তিনি একা নন, দুর্গার আরও অন্য রূপে দেখা যাবে দেবচন্দ্রিমা সিংহ রায়, তৃণা সাহা এবং ‘গীতা এলএলবি’ খ্যাত হিয়া মুখোপাধ্যায়, ‘রাঙামতি তীরন্দাজ’ খ্যাত মণীষা মণ্ডল এবং ‘দীপা’র চরিত্রে অভিনয় করে বিখ্যাত স্বস্তিকা ঘোষকেও।
এছাড়াও মহাদেবের ভূমিকায় পর্দার ‘পরশুরাম’ ইন্দ্রজিৎ বসু ও মহিষাসুরের বেশে ধ্রুবজ্যোতি সরকারকে দেখা গিয়েছে। তাছাড়া ‘মহিষাসুরমর্দ্দিনী’ রূপে টলি কুইন কোয়েল মল্লিক তো আছেনই।
Star Jalsha Mahalaya 2025: আর কী চমক থাকছে ?
‘মাতৃরূপেণ সংস্থিতা’ নামে আসছে এবারের মহালয়া। চলতি বছর দেবীর আগমন হবে গজে। অর্থাৎ হাতির পিঠে চেপে মর্ত্যে আসবেন উমা। সেই জন্য জলসার মহালয়ার প্রথম ঝলকে ফুটে উঠল শস্য-শ্যামলা প্রকৃতির মাঝে দেবীর আগমনের ছবি। এই টলিতারকাদের পাশাপাশি নজর কাড়বেন তুমুল জনপ্রিয় সোনামণি সাহা এবং রানী ভবানী খ্যাত রাজনন্দিনী পাল।
আরও পড়ুন: পুজোয় আসছে ‘দেবী চৌধুরাণী’, তার আগেই নতুন লুকে ঝড় তুললেন শ্রাবন্তী
অন্য কোন চ্যানেলে কাকে দেখা যাবে ‘মহিষাসুরমর্দিনীর’ চরিত্রে ?
- ২১ অগাস্ট রবিবার ভোর ৫টায় সান বাংলায় সম্প্রচারিত হবে ‘অকাল বোধন’। এই অনুষ্ঠানে পায়েল দে-কে দেখা যাবে দুর্গার ভূমিকায়। বহু বছর পরে মহিষাসুরমর্দিনী রূপে দেখা যাবে তাঁকে।
- অন্যদিকে জি বাংলায় দর্শকের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে থাকবেন দেবের ‘খাদান’ ছবির নায়িকা ইধিকা পাল। অনুষ্ঠানের নাম ‘জাগো মা জাগো দুর্গা’।
তবে সবাইকে ফেলে কৌশানিকে নিয়েই চর্চা তুঙ্গে এখন অনুরাগীদের মধ্যে। শিবপ্রসাদের নায়িকা ‘ঝিমলি’ এবার দেবী দুর্গার বেশে। বর্তমানে তিনি যদিও জি বাংলার নাচের প্রতিযোগিতামূলক অনুষ্ঠান ‘ডান্স বাংলা ডান্স’-এর শ্যুটিংয়ে ব্যস্ত। এই রিয়েলিটি শো-তে তিনি বিচারকের আসনে।
কৌশানির সাম্প্রতিক কাজ
‘রক্তবীজ ২’ ছবির একটি গান সম্প্রতি মুক্তি পেয়েছে আর সেখানে বিদেশের অলিতে গলিতে অঙ্কুশের সঙ্গে মাখোমাখো প্রেমে মজে থাকতে দেখা গিয়েছে টলিসুন্দরী কৌশানিকে। নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের ‘বহুরূপী’র পরে এই ছবিতেও ফের দেখা যাবে কৌশানিকে। ফলে এবার পুজোয় আবির-মিমি নাকি অঙ্কুশ-কৌশানি কোন জুটি কাকে টেক্কা দেয় তাই দেখার অপেক্ষা বাঙালি সিনেপ্রেমী দর্শক।
- দেবীপক্ষের সূচনা, এই সপ্তাহে কোন রাশির ভাগ্য খুলছে ? কেমন কাটবে আপনার ? দেখুন সাপ্তাহিক রাশিফল
- ১৫-২১ সেপ্টেম্বর: এই সপ্তাহের কোটিপতি হলেন কারা ? প্রতিটি লটারি ড্র-র ফলাফল এক নজরে
বাংলা সিরিয়াল ও টলিউডের অভিনেতা-অভিনেত্রীদের সম্পর্কে আকর্ষণীয় আপডেট দ্রুত পেতে এখনই জয়েন করুন আমাদের 'পপুলার সিরিয়াল' টেলিগ্রাম ও হোয়াটসঅ্যাপ চ্যানেলে। নিচে দেওয়া বাটনে ক্লিক করুন এখনই।