Trina Saha Khorkuto: আবার ছোটপর্দায় আসবে ‘খড়কুটো’ ? অনুরাগীদের নস্টালজিয়া উসকে কী ইঙ্গিত দিলেন তৃণা ?

Trina Saha Khorkuto

Trina Saha News: বাংলা টেলিভিশনের দর্শকদের কাছে ‘খড়কুটো’ (Trina Saha Khorkuto) শুধুমাত্র একটি ধারাবাহিক ছিল না, বরং এটি ছিল প্রতিদিনের আবেগের অংশ। স্টার জলসার পর্দায় সৌজন্য-গুনগুনের খুনসুটি, যৌথ পরিবারের আবেগ আর হাসির রোল এখনো অনুরাগীদের মনে রয়ে গেছে। আর সেই আবেগেই ফের নস্টালজিয়া জাগালেন জনপ্রিয় অভিনেত্রী তৃণা সাহা (Trina Saha)।

Trina Saha Khorkuto: ‘খড়কুটো’ আজও দর্শকদের হৃদয়ে

‘খড়কুটো’ ধারাবাহিকটি সম্প্রচারের সময় থেকেই অন্য ধারার কাহিনির জন্য আলাদা হয়ে দাঁড়িয়েছিল। গুনগুন চরিত্রে তৃণা সাহা এবং সৌজন্য চরিত্রে কৌশিক রায়ের জুটি দর্শকের মনে স্থায়ী আসন করে নিয়েছিল। বিশেষ করে শহুরে মেয়ের সঙ্গে একেবারে অন্য পরিবেশের ছেলেটির মিলনঘটিত কাহিনি দর্শকদের কাছে দারুণ জনপ্রিয় হয়েছিল। আর এর সঙ্গে জুড়ে গিয়েছিল গুনগুন আর সৌজন্যর যৌথ পরিবারের কাহিনি। পটকা, মিষ্টি, ঋজু, রূপাঞ্জন, চিনি, সাজিদের নিয়ে গড়ে ওঠা পরিবারের আমেজে গা ভাসিয়েছিল গৃহস্থ বাঙালি।

Trina Saha Khorkuto: তৃণার রহস্যময় ইঙ্গিত

সম্প্রতি তৃণা তাঁর ইনস্টাগ্রামে একটি অনুষ্ঠানের ক্লিপিংস শেয়ার করেছেন যেখানে তাঁকে ‘খড়কুটো’ ধারাবাহিকের স্মৃতিচারণা করতেই দেখা গিয়েছে। টলিউড অনলাইন এবং টলিটাইমের ক্যামেরায় ধরা পড়েছে তৃণা সাহার এই স্মৃতিচারণের অংশ। এদিন ম্যাজিক মোমেন্টসের ১৫ বছর পূর্তি অনুষ্ঠান উপলক্ষ্যেই চাঁদের হাট বসেছিল টলিপাড়ায়। বহু অভিনেতা-অভিনেত্রী হাজির হয়েছিলেন এই উৎসবে আর সেখানেই ধরা দেন তৃণা সাহাও।

‘খড়কুটো’র (Trina Saha Khorkuto) একটি পোস্টারের সামনে দাঁড়িয়ে তৃণা বলেন, “এটা আমার ওয়ান অফ মাই ফেভারিট। আর ঠিক এর উল্টোদিকেই আমার ফ্লোর ছিল, ফ্লোরের গেট ছিল। কোভিডের ঐ সময়ের পরে আমি যে কাজ শুরু করেছিলাম সেটা এই ‘খড়কুটো’। এটা দারুণ হিট আর একইসঙ্গে এই ধারাবাহিক আমাকে অনেক কিছু দিয়েছে। গুনগুন আমাকে অনেক কিছু দিয়েছে। ম্যাজিক মোমেন্টস আমাকে অনেক কিছু দিয়েছে। শুধু আমাকে নয়, প্রতিটি মানুষকে ‘খড়কুটো’ ভালবাসা, মজা, আনন্দ অনেক অনেক কিছু দিয়েছে। দিনের ঐ আধ ঘণ্টা অনেকেই মজা করে কাটাতেন, অপেক্ষা করতেন। যে কয়টা বছর খড়কুটো ছিল…’। আবেগপ্রবণ হয়ে পড়েন তৃণা।

Trina Saha Khorkuto
Trina Saha Khorkuto

তিনি আরও বলেন, ‘আমার মনে হয় না আর ‘খড়কুটো’ হবে। ‘খড়কুটো ২’ হয়ত আর আসবে না। লীনাদিকে আমিও ধারাবাহিক শেষের সময় বলতাম যে ‘খড়কুটো ২’ করো। অনেকজন বলেছে। আমি জানি আর লীনাদিও বলত যে ‘খড়কুটো ২’ হবে না, মানে এটা হয় না। এই ফার্স্ট পোস্টারটা দেখে ভীষণ ইমোশনাল হয়ে পড়ছি আজ’।

তৃণার পোস্টে ভক্তরা ঝড়ের গতিতে প্রতিক্রিয়া জানিয়েছেন। কেউ লিখেছেন, “আবার গুনগুনকে দেখতে চাই ছোটপর্দায়”, আবার কেউ বলেছেন, “খড়কুটো যদি নতুন সিজন নিয়ে ফিরে আসে, দারুণ হবে।”

দর্শকদের প্রতিক্রিয়া

তৃণার পোস্টের কমেন্ট বক্স ভরে গেছে নস্টালজিয়ায়। এক ভক্ত লিখেছেন—“খড়কুটো আমার প্রিয় সিরিয়াল ছিল, গুনগুন আর সৌজন্যকে আবার একসঙ্গে দেখতে চাই।” অন্য এক জন লিখেছেন—“সত্যিই যদি খড়কুটো রিটার্ন হয়, তবে সেটাই হবে বড় সারপ্রাইজ।”

তৃণার প্রেমজীবনে বিচ্ছেদের কাঁটা ?

এই বছর মার্চ মাসেই তৃণা সাহা ও নীল ভট্টাচার্যের বিচ্ছেদের গুঞ্জন তুঙ্গে উঠেছিল। শোনা যাচ্ছিল যে নীল ও তৃণা নাকি চার বছরের বিয়ের চুক্তিতে ছিলেন আর তাই সেই চুক্তি নাকি এবার শেষের পথে, আলাদা হয়ে যাবেন দুজনে। বিয়ের ঠিক ছয় মাস পরেও তাদের নিয়ে এমন গুঞ্জন শোনা গিয়েছিল। দুজনকে একসঙ্গে দেখা যাচ্ছিল না কোথাও। তবে তৃণা সংবাদমাধ্যমে জানিয়েছিলেন যে দুজনেরই কাজের তুমুল ব্যস্ততার কারণে একসঙ্গে দেখা যাচ্ছে না তাদের, তবে বিচ্ছেদ নিয়ে গুঞ্জন সম্পূর্ণ মিথ্যে। ১৪ ঘণ্টা শুটিং করে আর নিজের জন্য কোনও সময় থাকে না তাঁরা। স্বামী নীল ভট্টাচার্যও শহরের বাইরে। তিনিও মুম্বইয়ে কাজের চেষ্টায়।  

তৃণা সাহার কেরিয়ার আপডেট

‘খড়কুটো’র পরে আবারও ধারাবাহিকে ফিরেছেন তৃণা সাহা। স্টার জলসায় ‘পরশুরাম’ ধারাবাহিকে ইন্দ্রজিতের সঙ্গে তাঁকে আবার দেখতে পাচ্ছেন অনুরাগীরা। ইন্দ্রজিতের কথায় এই ধারাবাহিকে সিনেমার ছোঁয়া পাবেন দর্শকরা। আর অ্যাকশন থাকবে উপরি পাওনা হিসেবে। ডিজিটাল কনটেন্টেও কাজ করেছেন তৃণা। তাঁর ফ্যান ফলোয়িং এখনো সমান জনপ্রিয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top