Srabanti Chatterjee: পুজোয় আসছে ‘দেবী চৌধুরাণী’, তার আগেই নতুন লুকে ঝড় তুললেন শ্রাবন্তী

Srabanti Chatterjee

Srabanti Chatterjee New Look: সাহিত্যসম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কালজয়ী উপন্যাস ‘দেবী চৌধুরাণী’ নিয়ে এর আগেও বাংলা চলচ্চিত্রের স্বর্ণযুগে ছবি হয়েছে রুপোলি পর্দায়। আর সেই ছবিতে দেবী চৌধুরাণীর ভূমিকায় অভিনয় করেছিলেন তিলোত্তমা সুচিত্রা সেন। আর এবারে নতুন প্রজন্মের হাত ধরে নতুন যুগের দেবী চৌধুরাণীকে (Devi Chowdhurani) গড়ে তুলবেন টলিউডের হট সেলেব শ্রাবন্তী চট্টোপাধ্যায়। এই বছর ২০২৫ সালের পুজোয় দেবীপক্ষেই মুক্তি পাবে ‘দেবী চৌধুরাণী’। মুখ্য ভূমিকায় দেখা যাবে শ্রাবন্তীকে আর ভবানী পাঠকের কালজয়ী চরিত্রে খোদ বুম্বাদা, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। শ্রাবন্তীর (Srabanti Chatterjee) গেরুয়া লাল বসনে বৈরাগী বেশে রুদ্রমূর্তির ছবি আগেই ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে। এবারে ছবি মুক্তির ঠিক আগে আগে আরও মোহময়ী রূপে ধরা দিলেন অভিনেত্রী। সমাজমাধ্যমে ভাইরাল হল তাঁর নতুন লুক। ঝড় উঠল অনুরাগীদের মনে।

Srabanti Chatterjee: নতুন লুকে শ্রাবন্তী

সমাজমাধ্যমে মাঝে মাঝেই ফটোশ্যুট করতে দেখা যায় শ্রাবন্তীকে। ৪০-এর কোঠায় ছুঁইছুঁই তাঁর বয়স, তবু রূপে-যৌবনে এখনও যেন সেই ২৫-২৬-এর তরুণী। নিয়মিত শরীরচর্চায় নিজেকে ফিট রেখেছেন আর এই রূপের ঝলকেই অনুরাগীদের মনে মাঝে মাঝেই ঝড় তুলতে দেখা যায় অভিনেত্রীকে। সেপ্টেম্বরের প্রথম দিনেই উষ্ণ লুকে ধরা দিলেন শ্রাবন্তী। আর কয়েকদিন পরেই পুজো আর এই পুজোতেই মুক্তি পাচ্ছে তাঁর ছবি ‘দেবী চৌধুরাণী’। তার আগে গ্ল্যামারাস লুকে নিজেকে তুলে ধরলেন তিনি।

To fall in love yourself is the first secret of happiness 💗✨️Mua @makeupartist ronnie Hairstyl 1 Srabanti Chatterjee: পুজোয় আসছে 'দেবী চৌধুরাণী', তার আগেই নতুন লুকে ঝড় তুললেন শ্রাবন্তী

Srabanti Chatterjee: কী বৈশিষ্ট্য এই পোশাকের

এদিন সমাজমাধ্যমে পোস্ট করা ছবিগুলিতে শ্রাবন্তীকে দেখা যায় গোলাপি রঙের অফ শোল্ডার পোশাকে। বুকের দিকে কারুকার্য করা রয়েছে এতে। সঙ্গে তাঁর খোলা চুল আর সাহসী প্রত্যয়ে উন্মুখ হয়ে থাকা ক্লিভেজের জাদু মন কেড়েছে নেটিজেনদের। কখনও টেবিলের পাশে হাতে শ্যাম্পেনের গ্লাস ধরে, কখনও বাতাসে খোলা চুল উড়িয়ে শ্রাবন্তী নিজেকে মেলে ধরেন এই ছবিগুলিতে। এই পোস্টের ক্যাপশনে লেখা ছিল ‘নিজেকে ভালবাসাই সুখে থাকার রহস্য’।

বোঝাই যায় চতুর্থ বিয়ের যে গুঞ্জন সমাজমাধ্যম জুড়ে চলছে, তার স্রোতে গা না ভাসিয়েই নিজেকে নিয়েই খুশি অভিনেত্রী। প্রেম-ভালবাসা নিয়ে প্রায়ই বিতর্কে জড়িয়েছেন তিনি। তবু এর মাঝেও নিজের প্রতি নিজের ভালবাসা যে অটুট তা যেন এই ক্যাপশনেই বুঝিয়ে দিলেন শ্রাবন্তী। এর ঠিক কয়েকদিন আগেই গোলাপি রঙের লেহেঙ্গায় ধরা দিয়েছিলেন অভিনেত্রী। এই ছবিগুলির কমেন্টে অনেকেই ভালবাসায় ভরিয়ে দিয়েছেন। কেউ কেউ বিদ্রুপ করে লিখেছেন, ‘বাঙালির সানি লিওন’।   

To fall in love yourself is the first secret of happiness 💗✨️Mua @makeupartist ronnie Hairstyl Srabanti Chatterjee: পুজোয় আসছে 'দেবী চৌধুরাণী', তার আগেই নতুন লুকে ঝড় তুললেন শ্রাবন্তী

পুজোয় আসছে ‘দেবী চৌধুরাণী’

ঠিক আগের মাসেই ১৫ অগাস্ট বাংলা বিনোদন দুনিয়ায় রেকর্ড গড়েছিল এই ছবি ‘দেবী চৌধুরাণী’। নিউ ইয়র্কের টাইমস স্কোয়ারে দেখানো হয়েছিল এই ছবির টিজার। আগামী ২৮ সেপ্টেম্বর মুক্তি পাবে এই ছবিটি। জাতীওয় পুরস্কারজয়ী পরিচালক শুভজিৎ মিত্রের পরিচালনায় এই ছবিতে নজর কাড়তে চলেছে শ্রাবন্তীর (Srabanti Chatterjee) অভিনয়, ছবির শ্যুটিং শুরু হওয়ার সময়েই ইনস্টাগ্রামে তলোয়ার চালনা সহ অন্যান্য প্রশিক্ষণের মুহূর্ত ভাগ করে নিয়েছিলেন শ্রাবন্তী। ফলে তাঁকে ঘিরে নেটিজেনদের প্রত্যাশার পারদ ক্রমেই চড়ছে। শুভজিৎ মিত্র নিজে বলেছেন “দেবী চৌধুরানীর জন্য ও নিজেকে পুরোপুরি ভেঙে আবার তৈরি করেছে।”

শ্রাবন্তী, প্রসেনজিৎ ছাড়াও এই ছবিতে অভিনয় করতে দেখা যাবে বিবৃতি চট্টোপাধ্যায়, দর্শনা বণিক, সব্যসাচী চক্রবর্তী, অর্জুন চক্রবর্তী, অ্যালেক্স ও’ নিলকে। ব্রিটিশ শাসিত ভারতে নিষিদ্ধ হয়েছিল বঙ্কিমচন্দ্রের লেখা এই ‘দেবী চৌধুরাণী’ উপন্যাস। আর শুভ্রজিতের ছবিতে ঠিক সেভাবেই দেশের স্বাধীনতা আন্দোলনের প্রেক্ষাপট তুলে ধরা হবে। সঙ্গে তুলে ধরা হবে সন্ন্যাসী বিদ্রোহের ঘটনাও। ছবির ঘোষণার সময় দেবী চৌধুরাণী হিসেবে শ্রাবন্তীর বেশ কিছু লুক প্রকাশ করা হয়েছিল আগেই।

শ্রাবন্তীর প্রেমজীবন

রোশন সিংয়ের সঙ্গে বিয়ে ভেঙেছে সম্প্রতি শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের। ২০১৯ সালে যে গাঁটছড়া বেঁধেছিলেন দুজনে তা আর টেকানো যায়নি। আর কিছুদিন আগেই পেরিয়েছে শ্রাবন্তীর জন্মদিন, ১৩ অগাস্ট যেদিন রোশনেরও জন্মদিন ছিল। আর তাই এই দিনে প্রাক্তন স্বামীকে মনে পড়েছে অভিনেত্রীর, কিন্তু তার প্রকাশ দেখা যায়নি। আর এবারে রোশন সিংয়ের জীবনেও এসেছে নতুন বসন্ত। তাঁর স্ত্রী অনামিকার সঙ্গে লিপ-লপের ছবি এখন সমাজমাধ্যমের হট টপিক। শ্রাবন্তী আর কাকে মন দিলেন ? তা ঘিরে জল্পনা তুঙ্গে।  

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top