Chanchal Chowdhury: ‘…চোখের নোনা জলে ভেসে যাওয়া সমুদ্র, অকূল পাথার’, পিতৃদিবসে ‘বাবাহীন পৃথিবী’র শোকে চঞ্চল চৌধুরী

Chanchal Chowdhury চঞ্চল চৌধুরী
Chanchal Chanchal Chowdhury: '...চোখের নোনা জলে ভেসে যাওয়া সমুদ্র, অকূল পাথার', পিতৃদিবসে 'বাবাহীন পৃথিবী'র শোকে চঞ্চল চৌধুরী
পিতৃ দিবসে ‘বাবাহীন’ পৃথিবীর শোকে চঞ্চল চৌধুরী
৬ মাস হল বাবাকে হারিয়েছেন চঞ্চল। রাধাগোবিন্দ চৌধুরী আর তার পৈতৃক বাড়ির দাওয়ায় নরম রোদের আঁচে বসে থাকেন না বেতের চেয়ারটিতে। এখন সবটা কেবল স্মৃতি। বাবার স্মৃতি নিয়েই আজীবন বেঁচে থাকা। আঙুল ধরে হাঁটতে শেখানো থেকে শুরু করে হোঁচট খেয়ে পড়ে গিয়েও আবার উঠে দাঁড়ানোর প্রথম পাঠ শেখান যিনি, তিনি হলেন বাবা। শব্দটা ছোট হলেও তার দায়িত্বভার যেন অনেকটাই বেশি। ১৮ জুন রবিবার বিশ্ব পিতৃ দিবসে তাই নিজের ‘বাবাহীন পৃথিবী’র কথা স্মরণ করলেন চঞ্চল চৌধুরী। বিশ্বের সমস্ত বাবার উদ্দেশ্যে প্রতি বছর পালিত হয় এই দিনটি। সদ্য বাবাকে হারিয়ে এই দিনে সমাজমাধ্যমে আবেগপ্রবণ হয়ে পড়লেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী (Chanchal Chowdhury)।
 
বাবাকে ছাড়া বেঁচে থাকার আর্তনাদ ফুটে উঠেছে তার সমাজমাধ্যমের পাতায়। এদিন চঞ্চল (Chanchal Chowdhury) লেখেন, ‘বাবা হীন পৃথিবী যে একজন সন্তানের জন্য কতটা অন্ধকার এবং বিবর্ণ, যে সন্তান বাবাকে হারিয়েছে, কেবল সেই জানে। বাবা দিবস এ বছর থেকে আমার কাছে চোখের নোনা জলে ভেসে যাওয়া সমূদ্র,অকুল পাথার। বাবা ডাকে আর্তনাদ করা সন্তানের হাহাকার।’ 
 
সাদা কফিনে মোড়া বাবার বয়ে নেয়া শরীরটা যখন চিতার আগুনে পোড়ে দাউ দাউ করে, অথবা কবরের অন্ধকারে চিরতরে বাবাকে রেখে আসে কোন সন্তান,আমৃত্যু দেখা হয় না পিতা আর সন্তানের, তাঁর কাছে বাবা দিবস কতটা বেদনার, সেটা আর কেউ জানে না। ইহলোক বা পরলোকে সকল বাবা শান্তিতে থাকুন…..এই প্রার্থনা। সকল বাবা’র প্রতি শ্রদ্ধা।’
আর এই পোস্টের কমেন্টে চঞ্চলের (Chanchal Chowdhury) অনুরাগীরাও যেন আবেগে আপ্লুত হয়ে পড়েছেন। বাবাকে হারানোর যে শোক যে কতটা দুঃসহ, কতটা গুরুভার তা যেন অভিনেতার সঙ্গে ভাগ করে নিয়েছেন পিতৃহীন বহু অনুরাগী। রিল লাইফের অভিনেতার রিয়েল লাইফের অভিজ্ঞতার সঙ্গে জীবনের মিল খুঁজে পেয়েছেন অনেকেই। বিশ্ব পিতৃ দিবসে চঞ্চলের এই পোস্ট যেন এভাবেই হারিয়ে যাওয়া সকল বাবাকে আরো একবার স্মরণীয় করে তুলল। 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top