Horo Gouri Pice Hotel: গুণ্ডাদের হাত থেকে ঝিলমিলকে বাঁচাতে মরিয়া ঐশানী, পারবে কি সফল হতে?

Ishani Horo Gouri Pice Hotel: গুণ্ডাদের হাত থেকে ঝিলমিলকে বাঁচাতে মরিয়া ঐশানী, পারবে কি সফল হতে?
Ishani Horo Gouri Pice Hotel: গুণ্ডাদের হাত থেকে ঝিলমিলকে বাঁচাতে মরিয়া ঐশানী, পারবে কি সফল হতে? 
ঝিলমিলকে বাঁচাতে মরিয়া ঐশানী

স্টার জলসায় প্রত্যেক সোম থেকে শুক্র রাত্রি দশটার স্লটে সম্প্রচারিত হয় ‘হরগৌরী পাইস হোটেল’ (Horo Gouri Pice Hotel)। নানা ঝড়-ঝাপটা পেরিয়ে এবার নয়া মোড় ধারাবাহিকের কাহিনিতে। ছোট ভাই ভাস্করের ছল-চাতুরিতে নিজের বাড়ি থেকে বেরিয়ে যেতে বাধ্য হয় শঙ্কর, সঙ্গে বেরিয়ে আসে তার স্ত্রী ঐশানীও। আদি হরগৌরী পাইস হোটেলকে ঘিরে বেড়ে উঠতে থাকে তাদের নতুন স্বপ্ন। আর তাদের দুজনের সুখ-দুঃখের সাক্ষী থাকত আরো একজন, ছোট্ট মেয়ে ঝিলমিল। এবার সেই ঝিলমিলকেই অপহরণের চেষ্টা করবে দুষ্কৃতীরা। ঐশানী কি পারবে গুণ্ডাদের হাত থেকে ঝিলমিলকে বাঁচাতে?

Horo Gouri Pice Hotel: নতুন প্রোমোয় কী চমক? 

বেশ কয়েকদিন আগে হঠাৎ করেই রাস্তায় একটি শিশুকে দেখতে পায় ঐশানী। তার কষ্ট দেখে ঐশানী তাকে বাড়ি নিয়ে যেতে চায় আর তার সঙ্গেই প্রকাশ্যে আসেন লালপেড়ে সাদা শাড়ি পরিহিতা এক মহিলা। কপালে বড় করে আঁকা লাল টিপ। আর সেই মহিলার থেকেই ঐশানী জানতে পারে তার ‘বন্ধু’র জীবনে সাত বছর আগে ঘটে যাওয়া আসল ঘটনার কথা। শঙ্করের পরামর্শে ও অনুমতিতে তাদেরকে বাড়িতে নিয়ে আসে ঐশানী।

আরও পড়ুন: Koushik Roy: ‘বালিঝড়’ শেষে নতুন ধারাবাহিকের প্রস্তুতিতে কৌশিক রায়, তৃণার বদলে এবার অন্য নায়িকা! কবে থেকে শুরু শুটিং?

ধারাবাহিকের প্রোমোতে দেখা যায়, আদি হরগৌরী পাইস হোটেলের সামনে কয়েকজন গুণ্ডা  ঐশানীর উপর আক্রমণ করতে চায়, ঐশানীর দম্ভে তারা সেভাবে সাহস পায় না। কিন্তু অন্য আরেকটি প্রোমোতে দেখা যায় যে ঝিলমিলকে ইতিমধ্যেই অপহরণ করে নিয়ে বন্দি করে রেখেছে দুষ্কৃতীরা। আর তাকে বাঁচাতে রাস্তা দিয়ে ছুটে চলেছে ঐশানী। বন্দি ঝিলমিলের আর্তনাদ শুনতে পায় সে। কিন্তু সব বাধা পেরিয়ে ঝিলমিলকে গুণ্ডাদের কবল থেকে উদ্ধার করে আনতে পারবে কি ঐশানী? 

ধারাবাহিকের প্রোমোতে দেখা যায়, আদি হরগৌরী পাইস হোটেলের সামনে কয়েকজন গুণ্ডা  ঐশানীর উপর আক্রমণ করতে চায়, ঐশানীর দম্ভে তারা সেভাবে সাহস পায় না। কিন্তু অন্য আরেকটি প্রোমোতে দেখা যায় যে ঝিলমিলকে ইতিমধ্যেই অপহরণ করে নিয়ে বন্দি করে রেখেছে দুষ্কৃতীরা। আর তাকে বাঁচাতে রাস্তা দিয়ে ছুটে চলেছে ঐশানী। বন্দি ঝিলমিলের আর্তনাদ শুনতে পায় সে। কিন্তু সব বাধা পেরিয়ে ঝিলমিলকে গুণ্ডাদের কবল থেকে উদ্ধার করে আনতে পারবে কি ঐশানী? 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top